শীতবস্ত্র বিতরণ

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)
শীতবস্ত্র বিতরণ

ইসলামের অন্যতম শিক্ষা মানবসেবা। কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি প্রতি বছর আয়োজন করে ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘দয়াবান লোকদের পরম করুণাময় আল্লাহও দয়া করেন। তোমরা জমিনবাসীর প্রতি সদয় হও, আসমানবাসী তোমাদের প্রতি সদয় হবেন।’ (সুনান আবু দাউদ: হাদীস-৪৯৪১; সুনান তিরমিযী, হাদীস-১৯২৪) শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি প্রতিটি স্পটে শীতবস্ত্র বিতরণের সময় মানুষকে বিশুদ্ধ ইসলাম পালনে উদ্বুদ্ধ করে থাকে। ঈমান-আকীদা, সালাত-সিয়ামের গুরুত্ব, নীতি-নৈতিকতা ও সততার অপরিহার্যতা বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহাহ পেশ করা এবং ক্ষেত্রবিশেষ দাওয়াতি বই ও লিফলেট বিতরণ করা হয়।






অনুদান পাঠানোর নাম্বার: 01712399235 (বিকাশ মার্চেন্ট) 01843238933 (বিকাশ পার্সোনাল) উক্ত নাম্বারে ১.৫% বিকাশ খরচ যোগ করে টাকা পাঠিয়ে খালি ঘরে বিকাশ নাম্বারের শেষের চারটি সংখ্যা দিতে হবে

সঠিক ফোন নম্বর কিংবা ইমেইল আবশ্যক

দান করুন ক্লিক করে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন