আজীবন ও দাতা সদস্য

সদস্য আহ্বান

সংগঠনের গঠনতন্ত্রের ধারা ১ অনুচ্ছেদ অনুযায়ী যদি কেহ শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির সদস্য পদ লাভ করতে চান সদস্য হওয়ার সকল শর্তাবলী মেনে নিয়ে ভর্তি ফি ৳১০০/- টাকা প্রদান করতে হবে। অতঃপর নিয়মিত মাসিক অনুদান বা চাঁদা ৳১০০/-টাকা প্রদান করতে হবে।

আজীবন সদস্য

শরীয়তপুর ইসলামী যুব সোসাইটিতে এককালীন যদি কেহ ৳৫০০০০১/- টাকা থেকে শুরু করে তদূর্ধ্ব যেকোনো সংখ্যা প্রদান করেন, তাহলে তিনি সংগঠনের আজীবন সদস্য পদ লাভ করবেন।

দাতা সদস্য

শরীয়তপুর ইসলামী যুব সোসাইটিতে যদি কেউ এককালীন ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত দান করেন তাহলে তিনি উক্ত সংগঠনের দাতা সদস্যপদ লাভ করবেন

সদস্য হওয়ার নিয়ম

শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির গঠনতন্ত্রের ১ অনুচ্ছেদের সকল শর্তাবলীতে সম্মত থাকতে হবে।

আবেদন ফরম

* চিহ্নিত ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক, অন্যান্যগুলো ঐচ্ছিক

সম্মানিত সদস্যদের সকল তথ্য আমাদের জন্য আমানত...