বৃক্ষরোপণ কর্মসূচি
গাছ লাগানোর গুরুত্ব ও ফযীলত ও অপরিসীম। এটি একটি সাদাকায়ে জারিয়ামূলক নেক কাজ। যদি কেউ মানুষ কিংবা প্রাণীকূলের উপকার সাধনের লক্ষ্যে ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ করে এবং এর মাধ্যমে সাওয়াব আশা করে, তবে এটি একটি উত্তম সাদাকায়ে জারিয়াহ; যার সওয়াবের ধারা ব্যক্তির মৃত্যুর পরও অব্যাহত থাকতে পারে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদাকাস্বরূপ।’ (সহীহ বুখারী: হাদীস-২৩২০, সহীহ মুসলিম: হাদীস-১৫৫৩) শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি সাধারণত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং স্কুল মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর চেষ্টা করে। যাতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানুষ তা থেকে উপকার লাভ করতে এবং ফল বিক্রি করে উক্ত প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়নে কাজে লাগাতে পারে।
দান করুন ক্লিক করে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন